সেচ্ছায় নির্বাসন
আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে আমার জীবনের একটি গুরূত্বপূর্ন পরীক্ষা৷ ইন্টারমিডিয়েট পরীক্ষা, হাতে বেশী সময় নেই৷ মেরে কেটে ৫০ দিন হয়ত হবে৷ তারপরই শুরু হবে আমার জন্য খুব কঠিন একটা পরীক্ষা ৷ কারণ এই দুই বছরের কলেজ জীবনের প্রায় পুরোটা সময় মাস্তি করে বেড়িয়েছি৷ পড়েছি খুবই কম৷তাই এই দিন গুলো আমার জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ ৷ যাই হোক আমি ঠিক করেছি আর হেলাফেলা নয় আজ থেকেই পড়াশোনাটা শুরু করব ভালোভাবে৷অবশ্য প্রত্যেক দিনই এমন প্রতিজ্ঞা করি৷ কিন্তু শুরুটা আর করা হয় না ৷
ঠিক করেছি আর নেটে বসব না এই তিন মাস৷ কারণ আমার অনেক সময় নষ্ট হচ্ছে নেটে৷তিন মাস পর বেচে থাকলে আবার দেখা হবে নিশ্চই৷ আমার জন্য সবাই একটু দোয়া করবেন৷ পরীক্ষাটা যেন ভালো ভাবে দিতে পারি৷কারণ এর আগেও ssc পরীক্ষার সময় চিকেন পক্স নিয়ে পরীক্ষা দিতে হয়েছিল৷খুব বাজে অভিজ্ঞতা৷ সবশেষে, আবারও সবার দোয়া কামনা করছি৷ সহি সালামতে ব্লগিং দুনিয়ায় ফিরে আসব ইনশালাহ্৷
5 Comments:
heh heh...masti!! No problem man, I used to do masti all time long in good ole' NDC days..still I managed to come 6th in the test, got an A+ (taina tuina jodio) and got my ass back into BUET...I'm quite sure, you'r fate would be even better.
translation!!
and thatz apu na? its a wonderful movie.
shuvo noborsho!
Dont worry...things will be fine...just study and keep your head cool...all the best :)
Post a Comment
<< Home